এই শহরে নাকি মহামারী এসেছে,
এই শহরে নাকি কোনো প্রাণ থাকবে না,
এই শহর নাকি মৃতের শহরে পরিনত হবে!
প্রিয়তমা, তুমি শুনেছো এসব?
আমাদের ও এই শহর ছেড়ে দিতে হবে!
আমরা নাকি আর একসাথে বসে
চা খেতে পারবো না;
আর কোনো উতপ্ত দুপুর পাবো না,
তোমার ভালোবাসায় নাকি আর ডুবতে পারবো না,
মহামারী আমাদের সবকিছু কেড়ে নিবে!
প্রিয়তমা, তুমি শুনেছো এসব?
আমাদের প্রিয় সেই সময়গুলোর কি হবে?
আমি কি আর কোনদিন জড়িয়ে ধরে
তোমার কানের কাছে ফিসফিস করে
বলতে পারবো না ভালোবাসি?
আমি কি আর কোনদিন
তোমার চোখের দিকে তাকাতে পারবো না?
আমাদের কি আর হাতে হাত রেখে
ধূসর পথ মাড়ানো হবে না?
আমরা কি তবে মেনে নিবো প্রিয়তমা?
না! এ হতে পারে না!
মহামারীর জন্য কিছুদিন দেখা না হোক,
ধূসর রাস্তায় বিচরন বন্ধ হোক
আমাদের সাময়িক বিচ্ছেদ হোক।
তাতে ভালোবাসার তীব্রতা আমরা অনুভব করতে পারবো।
তাতে আমরা বেঁচে থাকবো,
আমাদের স্বপ্নগুলো বেঁচে থাকবে
মহামারী বিষণ্ণ মন নিয়ে ফিরে যাবে।
আমরা থাকবো আমাদের এই ধূসর শহরে!
প্রিয়তমা, তুমি শুনতে পাচ্ছো তো?
-০৬/০৪/২০২০