কোনো সুদক্ষ নাবিক নই,
তবু তুমি কোন এন অন্তহীন সমুদ্রের সুদূরতম উপকূলে থাকলেও
আমি তোমার মতো এক রত্ন লাভ করার জন্য
অসংখ্য ঢেউ ভেঙে চরমতম দুঃসাহসিক অভিযানের ঝুঁকি নিয়ে
সাচ্ছন্দে যেতে রাজি আছি!
তোমার সঙ্গে হারিয়ে যাওয়ার বাসনা নিয়ে
বেড়িয়ে পড়বো অজানা কোন এক গন্তব্যের উদ্দেশ্যে
হতে পারে সেটা দূর পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট কোনো এক গ্রামে
অথবা উত্তাল সাগরের নোনাবালি তীরে!
মধ্যদুপুরে ময়ুরাক্ষী নদীর তীরে হিমু আর রুপা হয়ে
তোমার হাতে একগুচ্ছো কদম ফুল তুলে দিয়ে
বৃষ্টি বন্দী হবো দুজন ভালবাসার অপরাধে
ভয়াবহ সুন্দরতম একটা মূহুর্তের সাক্ষী হবো আমি!
আজ আর তোমাকে মিছেমিছি অপেক্ষা করাবো না,
বরং আজ সব নিয়ম ভেঙে তোমার মায়ায় জড়াবো!
পিচঢালা রাস্তায় হেঁটে যাবো তুমি আর আমি
দুজনের মধ্যে দুরত্বটা ক্রমশ কমতে থাকবে,
এক সময় তোমার আঙুলের ফাঁকে আঙুল রেখে
মনের জমানো সব অনুভূতি তোমায় জানিয়ে দিবো নির্দ্বিধায়
আজ সময় এসেছে আমার নীলপদ্ম গুলো তোমাকে দেয়ার!
বৃষ্টিতে অদৃশ্য তোমার চোখের জল
দেখতে না পাওয়ার অপরাধে অপরাধী হবো।
আমি তোমায় আঁকড়ে ধরবো,
তোমার ছলছলে চোখ দুটোকে সব কষ্ট থেকে দূরে নিয়ে যাবো!
তবে আজ শেষ বারের মতো অপরাধী হই,
ধুয়ে যাক সব বিষণ্নতা,দুঃখ,কষ্ট,গ্লানি,
মুছে যাক হতাশার দীর্ঘশ্বাস!
-২৩ মে ২০২২