বৃষ্টি বিলাস
~মোঃ আসাদুজ্জামান (লিংকন)
যেদিন ঝুম বৃষ্টি হবে
সেদিন খুব করে কেঁদে নেবো
কিন্তু নিজেকে আড়াল করি কীভাবে?
ঝুমবৃষ্টিতে থমকে থাকা দীঘির জলে
দেখবো কীভাবে মিশে যায় অশ্রুজল
পুরো জীবনজুড়ে যার অশ্রুজল,
তার কোনটা কান্না কোনটা জল
আলাদা করবো কীভাবে?
ঝুম বৃষ্টিতে জলমগ্ন হৃদয় পেতে
জলের হাহাকার শুনবো।
এমন ঝুম বৃষ্টিতে
একটু বৃষ্টি বিলাস তো করতেই হয়।
ব্যস্ততার বিপরীতে মেখে নেবো অশ্রুবর্ষণ
চোখ বুজে বুঝে নেবো
কতটা কাঁদলে তোমাকে ভেজানো যায়।
কতটা বর্ষণ, কতটা প্লাবণ নেমে এলে
তুমি বুঝবে এই অশ্রুজল
কত সহস্র বছর অব্দি
জমে ছিলো মেঘের কোলে।
ঝুম বৃষ্টি দেখে কেউ কি বোঝে
কোনটা অশ্রু আর কোনটা জমাট অভিমান?
আমি আবার বৃষ্টি বিলাসী কিনা,
তাই বৃষ্টির অপেক্ষায়!
কি জানি কখন বৃষ্টি হয়!
২৩/১০/২০২০