📃আমি হিমু নই!
✒️মোঃ আসাদুজ্জামান লিংকন

একদিন রুপা আসবে নীল শাড়ীতে
আমার সাথে নিঝুম রাতে জোসনা দেখতে
তবে সে কখন আসবে সেটাই হিমুর অজানা!
তবে হিমুর বিশ্বাস কোন এক নীল জোসনায়
রুপার চোখ আর হিমুর চোখ
একই চাঁদের আলোয় জোসনা বিলাস করবে
সাক্ষী থাকবে শুধু রাতের তারাগুলো।
রুপাকে আজ খুব মনে পড়ছে
পাশাপাশি হাটতে পারলে বেশ হতো!
অস্থির লাগছে! রুপা ঔষধগুলো ঠিকমতো খাচ্ছে তো?
বড্ড জানতে ইচ্ছে করে আমার শূন্যতা
রুপাকে অনিয়মিত করছে না তো?
আমি বেশ আছি! শখের হলুদ পাঞ্জাবী পড়ে
সারাদিন ঘুরে বেড়াই।
অজানা কারনে চোখের কোণে অগোচরেই পানি জমে উঠে
কেউ আবার বুঝে উঠার আগেই নিজেকে আড়াল করে ফেলি!
তোমার চাপা স্বভাবের অব্যক্ত কথাগুলো ভীষণ মিস করি আমি।
রুপা নিজের যত্ন নিও....
প্রাণখুলে হাসিটা কমিয়ো না প্লিজ!
আর হিমু.....?
হিমুতো এখন ব্যস্ত পথের অতিথি!
তুমি কি এখনো আমাকে হিমু মনে করো?
আমি ঝুম বর্ষায় বৃষ্টিতে ভিজি,
উথাল-পাথাল জোছনা দেখি
তবে সে জোছনায় আমি গৃহত্যাগী হই না
পকেটহীন হলুদ পাঞ্জাবি পড়ে খালি পায়ে রাস্তায় রাস্তায় হাঁটিনা।
যদিও আমার একজন মায়াবতী রূপা আছে
যার প্রতি আমার এখনো ভালোবাসা সীমাহীন
কারন হিমুর মতো মহাপুরুষ আমি নই!
হিমুর সাথে একটাই মিল আছে আমার
হিমুর মতোই পাষাণ হৃদয়!
তবুও আমি হিমু নই কারন
আমি মায়ার বাধন ছিন্ন করতে পারি না
হিমুদের মায়া থাকতে নেই।