শূন্যের ভেতরে বসে শূন্য হয়ে শূন্য দেখি,
বৃহৎ শূন্যকল্প বৃত্তে অসংখ্য শূন্য সমষ্টির তুল্য
নিরালম্ব অস্তিত্বের অন্তরদেশে, ফ্যালফ্যাল চেয়ে আছি-
আকাশ থেকে আকাশে, গৃধ্মু দৃষ্টি, যদি জোটে প্রাণ,
শূন্য সত্ত্বায়, আমি উড়ে যাব! ঝঞ্ঝা যেমনই হোক,
আমি উড়ে যাব!