সম্বৎসরে আসিও,
অবকাশ যদি হয়, শীর্ণা নদীটিরে ছুঁয়ে পাড় ধরে
আমার বাটে। আজিকে অম্বর ঘোর-মলিন, অমোঘ সংকটে
বিভগ্ন কুটীর আমার, তোমারে রাখিব কোথা?
মৃন্ময়-প্রদীপে এতটুকু অবশেষ ছিল ক্ষীণকায়া শিখা,
নিভিল অপ্রতিরোধে ঝঞ্ঝা মরুৎ-ঘায়ে বিগত কবিতায়,
অলখিতে মিলায়ে গেল তারকাদল, দামিনী-দূরাগতা-
তার কজ্জ্বল- কালো অঞ্চলে বাঁধি দু’বিঘৎ মাত্র নভস্তল
পৃথিবী মম- তৃষিত ছুতায়, আমি তা’য় বেদনা-বিহ্বল
উদাস চাতক-সম; অধীর অস্থির চির-দুর্বিনীত কাতর অন্তর
বক্ষপিঞ্জরে আজি, আজি অসহ অন্ধকার, তোমারে রাখিব কোথা?
আমার কিছু যে নাই, চিরশূণ্য, কিছু যে নাই আর।
আজি শুধু একফালি অসহ অন্ধকার-
অন্ধকারের গর্ভে ঘোরেফেরে,
ভাঙা ঘরে।
তুমি বৎসরান্তে আসিও।
আমি এ ঘর বদলে নেব ঠিক তার আগে।