অকথিত রয়ে গেছে কিছু,
অ-গ্রন্থিত, অগণন, অ-কবিতাসম্ভূত কিছু প্রলাপোপাখ্যান,
অসত্য-প্রতিভূ ছায়া মিথ্যার পিছু।

তারা সব সৌরকলঙ্ক।
প্রখর-কল্মষ-রশ্মি-একাঘ্নীবাণ,
ফেঁড়ে-ফুঁড়ে চলে যাবে,
নিরবে, নিঃশঙ্ক-
মহতের বক্ষ;
অস্ফুট আত্মভিমান- পাবে না নিমিষকাল,
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার,
দুম করে বদ্ধনেত্র; প্রপঞ্চ-প্রবল-জাল,
পক্ষ, অপর-পক্ষ
সমগ্র সমেত!

দিনান্ত হয়, রাজাধিরাজ, নরমেধ-
যজ্ঞাধূমে এইবার পূর্ণাহুতি হোক!
উষ্ণীষহারা-বিজিতজন-মূক-মুণ্ডস্রক পড়ো,
মুখে ধরো হাসি, ক্রুর, অ-শোক,
অ-প্রেম, অরন্তুদ; আরো আরো-
অকথিত রয়ে গেছে কিছু!

অ-গ্রন্থিত, অগণন, অ-কবিতাসম্ভূত কিছু প্রলাপোপাখ্যান,
অসত্য-প্রতিভূ ছায়া মিথ্যার পিছু।