ডুবেছে চরাচর আকণ্ঠ দ্বিচারিতায়,
ঋতবান হে, অপহৃত হয়েছে সত্য
প্রতিপাদিত প্রতিটি মিথ্যায়, প্রতিপন্ন
জীবদ্দশা, হতাশা, নিয়ত, নিত্য,
এ ভবে পরাভব নিকট আসন্ন-
জেনো, তুমি নৌকা ফেরাও!
নোঙর ফেলেছ যে জলে, তলে তার-
রসাতল, বালির বন্ধন!
দাঁড়াবে না, ভেসে যাবে, ধুয়ে যাবে,
নির্বিবাক, অনঘ ক্রন্দন-
অঘ-খড়গ বায়ে,
তুমি মুছে যাবে, তুমি সয়ে যাবে, ক্ষয়ে যাবে;
মাঝস্রোতে নিঃসহায়ে
কেউ দেবে না স্থান জেনো,
তুমি নৌকা ফেরাও।