রাত্রি ঘনিয়ে এলে, হৃদয়ের অলিগলি-
অচেনা লাগে, কোন চিলেকোঠা ঘরে
কোথাও ছিন্ন তারে বাগেশ্রী স্বরগুলি,
মীড়ে ঘুম ভেঙে দিয়ে বেদনায় ঝরে!
জনান্তিকে দেখা হলে জ্যোছনার সাথে,
সেও পরবাসিনী সাজে মুছে দিয়ে আলো,
কবিতার ছাই মেখে ঘুরি সারা গায়,
যদি কোন গানের তরী, থমকে দাঁড়ালো-
মাঝনদী, উজান রোলে, বানবাসী দেখে
ফেলে কি সে যাবে চলে, এভাবেই রেখে?