চতুর্দশপদী

কখকখ-গঘঘগ-চছচছ-জজ
____________________________________



অবারিত খাঁচা, উড়ে গেছে পাখি বনে
বিষাদে নিষাদ সরোদের সুরে কাঁদে
নখরের ঘায়ে- দূরবাসে পোড়া মনে
তার মন্দ্রিত তারে বেদনাছন্দ বাঁধে।।
চোখে থেমে গেছে মিহিরদগ্ধ মাধুরী-
স্রোত-সুললিতা, দুকূল প্লাবিতা মায়া;
তামসী-প্রকট; শীতল তৃষিত ছায়া-
তাতে ডুবে ডুবে, গরলপ্রদাহে পুড়ি!

সেই হুতাশনে দূরাশার মহামন্ত্রে,
আহুতি দিয়েছি গুনে গুনে গান কত!
চোখ মুখ বুজে জীবনবলির তন্ত্রে
দানবের পায়ে আমারই মুণ্ড শত-
বারেবারে এনে খড়গের নিচে বন্ধু,
একফোঁটা সুখে, মিলেছে ব্যথার সিন্ধু!