পদ্মা সেতুর জন্য মাথা লাগবে
বাংলার আকাশ বাতাস প্রকম্পিত
ভয়ে, বিরক্তিতে, বিভ্রান্তে আবল তাবল
মারা গেল নিরীহ মা জননী, হলো আদরের ছেলেটি এতিম ।।
অস্থির নামী দামী কলেজ বিশ্ববিদ্যালয়
স্লোগানে স্লোগানে মূখরিত
পাল্টা পাল্টি কর্মসূচী--ক্ষতি কার?
সাধারন নীরিহ মানুষের ছাত্রছাত্রীর-- ।।
পেয়াজ নেই কোথাও
৩০ টাকা কেজি পিয়াজ দু একদিনের ব্যবধানে
৫০ টাকা ১০০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকা
লাফিয়ে লাফিয়ে হয়ে গেলো ৩০০ টাকা বা ৩৫০ টাকা
কারা ভোক্তভোগী
অতি সাধারন গরীব দিনমজুর দরিদ্র জনগন।।
লবন, এত এত দেশে উৎপাদন
কোথাও কোন ঘাটটি নেই
অতীতে হয়নি ঘাটতি কোনদিন
হওয়ারও সম্ভাবনা নেই, তারপরও গুজব- লবন আর পাওয়া যাবেনা
এত এত গুজব, ভয়ংকর গুজব, নড়েচড়ে বসে সরকার বাহাদুর পযর্ন্ত
পরিবহন, জিনিসের মূল্য সবই অস্থির-জীবন হয় বিপন্ন ।।