জীবন, এত সহজ নয় আবার খুব কঠিন তাও নয়
জটিল, বিচিত্র, রঙ্গমঞ্চ যেন এক খেলার মাঠ ।
কেউ জিতবে কেউ হারবে কেউ হাসবে কেউ কাঁদবে
তবে এর মধ্যে রয়েছে বিশাল এক কিন্তু ।।
আপদ বিপদ রোগ জড়া
আনন্দ বেদনা জয় পরাজয়- হিংসা বিদ্বেষ এক চরম কষাঘাত
যা কেউ করেনা কাম্য-তবুও জীবন খেলাই তা থাকবেই ।।
কেউ নিজে খেলে, কেউ আবার খেলাই
আবার খেলা করে উপভোগ কেউ কেউ
খেলা দেখে অনেকে নিজেই হয় খেলার প্লেয়ার
যাকে বলে দক্ষ বা কৌশলী এক খেলোয়াড় তবে অন্ধর মহলে ।।
বাস্তবতা অন্য কিছু, অন্যরকম, তৃতীয় শক্তির খেলা
তুমি নিজে যদি কাউকে নিয়ে কর খেলা
তুমি নিজেই একসময় হতে হবে খেলার পুতুল
তখন হতে হবে নিরুপায়, হতে হবে বাউল
হতে হবে ছন্নছাড়া এক জীবন খেলার পথিক ।।
কাগজ কলমের অংক ও জীবনের অংক
সমান ভেবে করোনা কোন ভুল
সূত্র ধরে কাগজের অংক মিলে গেলেও, জীবনের অংক মিলেনা, মিলবেনা
জীবন খেলার অংক, জীবনের অংক আজীবনই বিচিত্র
তোমার আমার চিন্তার বাইরে, স্বপ্ন জগতের অন্ধর মহলে লুকায়িত এক সূত্র ।।