রক্ত খেয়ে খেয়ে তোমার সারা শরীর জুরে কেবল রক্ত
চোখেমূখে ঠোটে জিহবাতে সবখানেই মানবদেহের রক্ত
লাল সবুজের স্তরে স্তরে কেবল প্রত্যাশার রক্ত
স্বপ্ন, মেধা, মায়ের বুকে, পিতার হৃদয়ে কেবল ক্ষতবিক্ষত ভরা রক্ত
আমি তুমি আমরা কেউ কি এমন চেয়েছি???
তোমার দিকে তাকাতে পারিনা, বেদনার পাহাড় দেখি
তোমার কথা ভাবতে পারিনা, বিষাদের সমুদ্র দেখি
তোমার সবুজ ছায়া খোঁজে দেখি, কেবল দানবের অট্টহাসি
তোমার আঁচলে মুখ লুকাতে পারিনা, কেবলই লাশের গন্ধ
এমন মাতৃভূমি, আমাদের কেউ কি চেয়েছি?
তোমাকে ভালবাসি বলতেও ভয় লাগে, ক্রোধে আগুন তুমি
তোমাকে স্বপ্ন দেখি বলতেও কষ্ট হয়, অপবাদে নিমজ্জিত তুমি
তোমাকে বুকে জড়িয়ে ধরবো বলতেও ঘৃণা করি, দানবের মননে মন তোমার
তোমাকে চাই, শেষ পযর্ন্ত চাই মন থেকে বলিনা, কারন রক্ত বন্যায় দিশেহারা তুমি ।।
এ মুহুর্তে রাক্ষস কুক্ষস এ ভরা তোমার বুক
দানবের রঙ্গরসে মাতাল তুমি খুব
ধমনী শিরা ক্ষতবিক্ষত করেকরে হুংকার করে করে প্রান কেড়ে নিচ্ছো সারি সারি
অমঙ্গল, অশুরের হিংস্র থাবার আঘাত দিতে মত্ত সারাক্ষণ
তুমি নিদ্র যাও, দূরে বহুদূরে অজানা ঠিকানায় চলে যাও তুমি ।।
ফিরে এসো সব খোলস ছাড়িয়ে, সব দানবতাকে ধবংস করে
সব অশুরের হিংস্রতাকে বিসর্জন দিয়ে--মায়া মমতা ভালবাসা দয়া করুনা নিয়ে
ফিরে এসো তুমি নবরুপে আলোকিত লালসবুজের উজ্জল আলোকরশ্নি হয়ে
মানবতার সকল গুণে গুনান্তিত হয়ে-- প্রতিটি মানুষর আপন মানুষ হয়েে
আমি তোমায় খুব ভালবাসি , দানবকে নয় শুধু লাল সবুজকে ।।