কে চাইনা স্বাভাবিক মরণ
কিন্তু আমার তোমার এ জীবন
যে কোন মুহুর্তেই
হতে পারে মরণ -রক্তে ভেসে যেতে পারে সড়ক
ছটফট করতে করতেই হতে পারে জীনাবসান ।।
নিশ্চয়তা নেই কোন
ঘরে নিরাপদে ফিরে আসার
জীবন নিয়ে ঘরে ফেরার
হাসিমূখে নিজ নীড়ে ফিরে আসার
মা বাবার কোলে আদরের সন্তান ফেরার ।।
দানবের মত সারি সারি ট্রাক
রাক্ষসের মত লাইন লাইন বাস
কখন কাকে গোগ্রাসে গিলে ফেলে
ক্ষণিকের মধ্যেই তরতাজা প্রাণ
আর কত চোখের জল গড়াবে-মা বাবার
সন্তানের, ভাই বোনের -বলতে পারে কেউ ।।
কার স্বার্থে কিসের স্বার্থেে
এত এত প্রাণের মরন খেলা
জেনেও না জানার ভান
বুঝেও না বুঝার ভান- কেন -জবাব চাই
জবাব একদিন দিতে হবে
আমাদের না হোক-- আমাদের পরের প্রজন্মকে ।।
মানুষ বিচরন যখন
দানব ট্রাকের বিচরন না হোক তখন
নিরাপদ হোক প্রতিটি মানুষের প্রাণ
প্রতিটি রাস্তা হোক চলাচলের উপযোগী
একটাই দাবি- নিরাপদ জীবন চাই
নিরাপদ সড়ক চাই
চাইনা আর ট্রাকের নীচে কোন মরণ ।।