এই আমি, প্রকৃতির উদারতার দান
সৃষ্টির সেরা জীব হয়ে আমি আগত এই সবুজ প্রকৃতিতে
পাহাড় সমুদ্র গাছ লতা পাতা
আকাশ বাতাস আলো আঁধার, চাঁদ তারা মেঘ বৃষ্টি
সবই আমার প্রিয়, আমার মন, আমার চেতনা, আমার প্রেম ।
এই আমি, একজন গারো আদিবাসী
বলা হয় আমাকে, আমি নাকি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
তুমি কে ভাই, আমাকে নাম দেয়ার
আমার ঈশ্বর, আমার স্রষ্টা, আমার রুপকার সেই তো সেরা করেছে মোরে
সবই আমার অধিকার, আমার জীবন, আমার প্রাণ ।।
এই আমি, আমার চোখ হয়তো তোমার মত নয়
আমার কৃষ্টি কালচার, আমার কথা বলার ভাষা
আমার জীবনের খাদ্য, আমার ফ্যাশন সাজ সজ্জা
সবই নাইবা হলো তোমার মত, তাতে কি আমি সৃষ্টির সেরা নয়!!!
সবই আমার শ্রেষ্ঠত্ব, আমার আমিত্ব, আমার বৈচিত্র ।।
এই আমি, আমি হাসি, আমি খেলি, আমি গাই
আমি আনন্দ করি, প্রত্যাশার আকাশে বিচরণ করি
আলো আধাঁরের পৃথিবীতে আমারও স্থান সবার মত
স্রষ্টার সৃষ্টি তোমার মত ঠিক তোমার মত আমাকেও দিয়েছে উজার করে
সবই আমার অনুভুতি, আমার নৈবেদ্য, আমার অধিকার ।।