হে ঈশ্বর
আমি দেখি তোমাকে, শুনি আরো করি অনুভব
চারপাশেই বিদ্যমান তুমি
চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি
চোখের দৃষ্টিতে দেখিনা যদিও তোমার অবয়ব ।।
প্রকৃতিতে এত সৌন্দর্য আছে;
এত বিস্ময়- সবই তোমার সৃষ্টি
আমি তোমাকে পাহাড়ের মহিমায় দেখি,
এবং পর্বতারোহণের শক্তিতে।
আমি তোমাকে সমুদ্রের বিশালতায় দেখতে পাই,
এবং ক্ষুদ্র মাকড়সার জালেও আছো তুমি।
আমি তোমাকে পাখির গানে শুনি,
আর গাছের হেলেদুলে নাচনে
এবং মৌমাছিদের গুনগুন গানে
আমি তোমাকে বৃষ্টিতে এবং রোদে অনুভব করি,
আমি তোমাকে রাতের অন্বেধকারেও দেখি।
শিশুদের হাসিতেও তুমি হাসো আনন্দ উচ্ছাসে ।।
একটি নবজাতক শিশু যখন কাঁদে তখনো তুমি থাকো সেখানে
মমতায় জড়িয়ে ধরলে, সেখানেও তোমার উপস্থিতি
কেউ মারা গেলে তিনি বিছানার পাশে দাঁড়িয়ে থাকো
কেমন অদ্ভুত তুমি ।।
তোমার চারপাশে একবার দেখো
সারা বিশ্ব জুরে প্রতিটি ক্ষুদ্রবিন্দুতেই তোমার উপস্থিতি
ঈশ্বরে তুমি কত মহান ।।