আপাতদৃষ্টিতে অর্থহীন কিন্তু ছন্দময় কয়েকটি কাব্যকণা অর্থাৎ অণুকাব্য প্রকাশ করছি।
১
ফাগুন শেষের গরমে,
মেজাজ এখন চরমে।
২
খোমাখাতা এড়িয়ে,
সময় কাটাই বেড়িয়ে।
৩
শব্দ কঠিন - অন্তর্জাল,
দিনের শেষে চক্ষু লাল!
৪
বসে ট্রাফিক জ্যামে,
জামা ভেজাই ঘেমে।
৫
শুধাই তারে, "কি খাও?"
-"শুঁটকি দিয়া পোলাও"
৬
মনের মাঝে দ্বন্দ্ব,
পাইনা খুঁজে ছন্দ।
৭
একটু ঝেড়ে কাশি?
তুমি একটা খাসি!
-
লেখাঃ লিন
প্রকাশকালঃ মার্চ ২০১০
পাদটীকাঃ ই-স্মার্টদের অনুবাদ অনুযায়ী...
খোমাখাতা = ফেইসবুক
অন্তর্জাল = ইন্টারনেট