দিন-রাত সারাবেলা, টক-ঝাল প্রেম খেলা,
তুমি আর তুমি মিলে কি যে চাও বুঝি না;
হাসি-গানে বাগড়া, খুনসুঁটি ঝগড়া,
আজব খেলার সেই মানে আর খুঁজি না।
তাকে নিয়ে কাঁদো-হাসো,প্রাণ দিয়ে ভালোবাসো,
চাওয়া-পাওয়া মিলছে না, তাই এতো কষ্ট?
সে তোমার ছিলো, আছে; হয়তো দূরে বা কাছে,
কেটে ছিঁড়ে মনটাকে কেন কর নষ্ট?
“অপেক্ষা! তুমি নাই”; “এটা কেন? ওটা চাই!”
এভাবেই মন ভেঙ্গে হবে চুরমার!
ত্যাগের চেষ্টা কর, স্বার্থকে খুন কর,
কর জোরে চিৎকার, “আমি যে তোমার!”
-
লেখাঃ লিন
প্রকাশকালঃ জুলাই ২০০৯
উৎসর্গঃ কলহপ্রিয় জুটিদের প্রতি ;-)