বিশ্বাস ঘাতক


স্বজন তুমি কূজন হয়ে
ধরিয়াছ মোর পিছু
গোপন যত কথা তত
রাখলেনা আর কিছু।
অন্য মুখে গুণ শুনে মোর
হিংসায় ডুব নিজ ক্রোধে
খারাপ দিক সাজিয়ে গুজিয়ে
বলছো 'তুমি' কিসের জেদে।
বিশ্বস্ত সেই তুমি
হিংসাকে পিছু লেলিয়ে
ঘাতক হয়ে মন্দ ভাবে
বিশ্বাস ভেঙে কিইবা পেলে।
অল্প ক্রুদে মরিয়া হয়ে
করছো কি তুমি এসব
আমি তো তোমার সেইজন
ছিল গোপন তোমাতে যতসব।
বিশ্বাস নামের ছোট শব্দ
তার মর্যাদা এত
তুচ্ছ মনে ভেঙ্গে দিয়ে
পারলে তুমি কত।
বিনাশ করে না ভাবিয়া
মন্দ কুলের যারা
এই বিশ্বাস আর কখনো
লইবে না তো জোড়া।