চেয়েছিলাম একটু সমৃদ্ধ হতে
তিন বেলা খেয়ে বেঁচে
দুর্নীতিদেরি রক্তচোষা
শেষ হয়না আর চেচে ।
প্রায় সতেরো কোটিতে
সতেরো লক্ষএখনো ছিন্নমূল
জনে জনে হাত পাতছে তারা
দিতে হচ্ছে বহু কষ্টের মাশুল ।
বত্রিশ হাজার কোটিতে পদ্মা সেতু
ঋণগ্রস্ত আমার দেশ
লক্ষ লক্ষ ছিন্নমূল,বেকার,ভিক্ষুক
এটাই কি সোনার বাংলাদেশ !
নিন্দা নয় এসব উন্নয়নে আমি
তবে ভাবেন তো,খালি পেটে সাজ-সজ্জায়
সেটা কি নয় ঘোর পাগলামি !
নানান দুর্যোগে নানান নেতা
দিচ্ছে নিজনীতিতে শান
লোক দেখিয়ে ধারাবাহিকতায়
করে  যাচ্ছে  ত্রাণ ।
আমি কোন দলীয় অনুসারী নয়
আমাকে বলতে দাও
আমার প্রাপ্য কথা
রেখে কি লাভ ভিতরে সংশয় ।
সূর্যকে প্রদক্ষিণ করে আটটি গ্রহ
নেইতো কারো অজানা ,
ঠিক তারই সাদৃশ্য দেখা যাচ্ছে
সূর্যন্যায় প্রধানমন্ত্রীত্বে
মাননীয় শেখ হাসিনা ।
কিভাবে সেটা ? বোধগম্য হীন
হয়তো অনেকের কাছে
বুঝেন তবে- তার আত্মীয়তা
সকল ক্ষমতার বিচে ।
দেশের অতি সাদা টাকার কর বাড়ানো
কালো টাকা উদ্ধার কি মন্দ হয় ?
তো হবে না কারণ
সাদা কালো টাকার সংমিশ্রণে
দুর্নীতিতে প্রশাসন জব্দ রয় ।
এসবে সরকারপ্রধানের অনেক বিস্তৃতি
তাকে প্রদক্ষিণ করে শীর্ষ নেতাগন
তৈরি হচ্ছে কালো ইতিহাসের স্মৃতি ।
মেনে নিতে হচ্ছে হবে সেই শাসিত সরকার
বোধগম্য হচ্ছে না আমার
মৌলিক চাহিদার ঊর্ধ্বে এত উন্নয়নের কি দরকার !