শুনেছিলাম আগেকাল মানব
ছিল সহজ সরল হয়তো একটু বুকা ,
এখন আমি কোন কালে আছি
ঠিক যেমন মাতৃ কুলের খোকা!
পৃথীবি যেমন শিল্পবিপ্লবে পা রাখার অধিকে
মানবিক মূল্যবোধ হচ্ছে নিচু,উন্নতির গতিতে ।
কর্তৃত্বের লোভে ব্যস্ত অভিজাত
ব্যস্ত অনেকে ভিন্নতাই,
আগে কাল মানব শূন্য পেটেও
বেঁচে থাকতো মানব ভালোবাসাই ।
হাজার দের বছর আগে ইসলাম ছিলনা বিবক্ত
এখন শুনি , আলহাদিসি , সুন্নী , শিয়া ,
হানাফি প্রভৃতির এতো বক্ত !
কুরআনের জ্ঞান রাসুলের জীবনাদর্শণ
আবার তাঁর পরামর্শে চলিলেই হয় ।
এত জ্ঞানী-গুনী হাফেজ মাওলানা থাকা সত্তে
সাধারণেরা ভুল বেশি কম সঠিকে রয় ।
উপরন্তু ব্যক্তিরা নয়তো পরোক্ষ দুষি
সাধারণেরা নবীকে শুনিলে,কুরআন পড়িলে
হতোনা সেই সরল পথের ক্ষতি ।
পথভ্রষ্ট হলে উপরন্তুদের ভিন্ন কথা শুনে,
আপন আপনাদের শোধরাতে হবে সঠিক উপায় জেনে ।
খেতে মুখে হাত , সহজে না দিয়ে
গ্রীবার পেছন হতে ঘুরিয়ে নেয়
এ সময় কার নানান কিছুতে দেখা যায় এমন
এটাইতো জিলাপির প্যাচের ন্যয় ।
কতোরখম কর্ম কীর্তি এ ভুবন জুড়ে
খাতা লিখে শেষ করিলে ও তাহা হবে না পুরে ।