2018...

এই কবিতার চরণে চরণে
লাগিয়াছে তাহার ছোঁয়া
কালীর মূল্য ভাসিয়ে তুলব
এই কালি  দিয়া ।
সেই কালি কোন কালি
ভেবে দেখো একটু হেয়ালি
ভাবতে লাগে ভালো
কলমের শাখা গুলি ।
সবান   স্বদেশে
সকল শিক্ষার্থীদের পাশে
কলমের কালি থাকবে বটে
সেই কালী মেরুদন্ডীদের চির নিকটে ।
মামলা   মোকদ্দমা
ভাসে  কার  দ্বারায়
হবে না  তা লিখিত
কলমের ছোঁয়া ছাড়ায় ।
অসংখ্য গায়ক অন্ত কবি
কত জ্ঞানী ও বিজ্ঞানী
কলমের কালি দিয়ে লিখেছেন
মানব প্রয়োগ সকল বাণী ।
কে বলে সবচেয়ে বড় হাতিয়ার
বন্দুক আরো অনেক কি
হস্তে কলম ধরে দেখো
তার মধ্যে সকল শক্তির অনুভূতি ।
যখন ছিল না কলম
ছিল   তখন   কালি
দোয়াতে তা ছিল পুণ্য
সাহিত্যের কথা গুলি ।
ভিটে মাটি করতে বিক্রয়
দলিল  হয  প্রয়োগ
সাদা তাওয়াই থাকবে লেখা
অপরিবর্তনশীল কালির যুগ ।
সত্যের মূল কথা যাহা
সকল  প্রকারের লেখা তাই
সবকিছু লিখিত হলে
সেই কালির আবরণ চাই ।