২০১৮

বাংলার বুকে মুচি
পাওয়া যায় ফুটপুরে
কত সুন্দর করিয়া জুতা কে মুছিয়া
পায়ের সৌন্দর্য দেয় বাবুরে ।
কে বলে তারাই সবচেয়ে নিচু জাতি
উঁচুকে নিচুড়া যত্নায় বলে
তেরিয়া গর্ব করে বাবু কয়
তারাই নিজ জাতি মুচির ছেলে ।
তবে সে ভাবে না
তারই পায়ের জুতার রং গুলি
সুন্দরের স্বাচ্ছন্দে নতুনের মত করে
নিচু অবজ্ঞা মুচিদের হস্ত গুলি ।
তুমি বাবু নহে কভু তাদের চেয়ে উঁচু
যদি  তারা না করি তো
ছেঁড়া রঙ জুতোর কাজ
করিতে নিজ হস্তে ভাবিতে না পিছু ।
যাবে তারা চাকরি ও ভিন্ন কাজে
গলায় টাই শার্ট - প্যান্ট ইন করে মুচকি হাসে
তবেই লাগে মুচিদের হস্ত
জুতোটি একটু ছেঁড়া রংটাও ব্যস্ত ।
কেন তারা পায়না সঠিক সম্মান
পাইনা স্বীকৃতি ও শ্রদ্ধা
সবান সুন্দর যে তারা
তারপরও এজাত জীবাত্ম্যায় অবজ্ঞা ।
মুচিরাও যে মানুষ বিভোল নয় বিদিত সাবান
একই রক্তে মাংসে গড়া মানব
মুচিদের হন্তে বাবুদের কি মান।
অন্যের অধীনে কাজ করলে
চাকর কি নয় তারা
মুচিরা তো করে নিজ অধীনে কাজ
তাদের তো ভাববে নিচ প্রকৃত নিচ যারা ।