দেশের   আইনে   স্বীকৃত   নয়   তুমি ।
জন্ম   তোমাকে   দিয়েছে   জননী ,
পেয়েছ  জন্মভূমি  ।

কৈশোরের   কিশলয়   ছিঁড়ে   দিয়েছ   শ্রম,
কলে-কারখানায়,  চায়ের  দোকানে  
কখনও   আমার   ঘরেও  ।

কখনও   আবার   কুড়িয়েছো   জঞ্জাল ।
কখনও  বা  তুমি   কুলি ।
কখনও   আবার   ধাবায়   কর্মরত ,
"শিশু-শ্রমিক"  তোমার   বয়স  কত ?

ফিরোজাবাদের   বাজারেতে   চলে  
তোমায়   নিয়ে   বেচাকেনা  ।
তোমার  শ্রমেতে   গড়ে   ওঠে   যত  
কাঁচের   চুড়ির   কারখানা  ।

ছোট  ছোট   হাতে   পুতুল   বানাও
অনেক    যত্ন     করে ,
খেলো   নাকো  তুমি  
তোমার   স্বপ্ন   অন্ধকারেই   মরে  ।

তোমার   অধিকারের দাবিতে  সংগঠিত   সংগঠন  
"বাল-মজদুর"  নামতে   কখনও  
তৈরি   হয়েছে  ইউনিয়ন  ।

রাজ্য  সভার   সদস্যগণ  জানিয়েছে অনুরোধ ,
দাবী   আদায়ের   মিথ্যে লড়াই   ছেড়ে  
অধিকারের  আইন   মেনে ,
শিশুশ্রম   প্রথা   এবার   বন্ধ   হোক  ।




লেখাটির   সময়   কাল : 1992  ( সংবাদ  মাধ্যমের তথ্যের   ভিত্তিতে   রচিত  )