তুমিও  ছিলে শিশু ।
ক্ষুধার বাঁশিতে ফুঁ দিয়ে-
জন্মেছিলে উন্মত্ত পৃথিবীর কোলে।
উন্মাদ মানুষের ভীড়ে,
দু'টি  সজল আঁখি, ব্যথিত প্রাণ ।
সত্য পাত্রে চুমুক দিয়ে
ক্ষুধার হয় না অবসান ।।
.....................
ওরা  ডাকে খেতে ।
শক্তির বুনিয়াদ ধ্বংস করতে,
চলে চক্রান্ত ।
...................
তারপর?
একদিন  তুমি শয়তান।
পৃথিবীর বুকে এই তব নাম ।
লুঠতরাজ, রাহাজানি ।
তোমার ভাগ্যের হাতছানি ।
মরণের আগে মারো,
যত পারো।
তারপর?...............
চিত্রগুপ্তের খাতায় সই করো।
...........................
চিতার আগুনে দেখুক ওরা
তুমি ও ছিলে শিশু !
সুন্দর ,পবিত্র এক মুখ,
নির্মল ,মধুর  হাসি ভরা।