"The Lady of Shallott" written by Alfred, Lord Tennyson. এই কবিতায় বর্ণিত দৃশ্যপট
স্মরণ করে আমার রচিত কাল্পনিক কবিতা ।
প্রেমের প্রতীক আমি কবির লেখায়
কী নাম জানো কি মোর কিবা পরিচয় ?
জলেতে ফুটিলে হই 'ওয়াটার লিলি'
ফ্রান্সে ডাকে গো মোরে 'ফ্রান্স লিলি' বলি।
'টাইগার লিলি' বলে , জানি না কি যশে
'ডে লিলি' হই আমি , ফুটিলে দিবসে ।
'নাইট লিলি' গো আমি , রাতে ফোটা ফুল
চিনতে আমারে যেন , কোরো নাকো ভুল ।
যেইখানে বীর যোদ্ধা শিরস্ত্রাণ খুলে
মোরে হেরি মুগ্ধ হয় সব যায় ভুলে ।
সেইখানে থাকি আমি , সেথা মোর বাস
ভাবি মনে আমিই সেই লেডি অব শ্যালট্