পদযাত্রার মিছিলেে হেঁটেছো
হেঁটেছো মৌন মিছিলে
শবযাত্রার মিছিলে হেঁটেছো
হেঁটেছো শোকের মিছিলে ।
দুর্ভিক্ষের মিছিলে হেঁটেছো
হেঁটেছো শান্তি মিছিলে
প্রতিযোগিতার মিছিলে হেঁটেছো
হেঁটেছো জয়ের মিছিলে ।
আন্দোলনের মিছিলে হেঁটেছো
হেঁটেছো তো প্রতিবাদে
উৎসবের ওই মিছিলে হেঁটেছো
হেঁটেছো যে প্রতিপদে ।
আঁধার রাতেও কখনো হেঁটেছো
হেঁটেছো মশাল হাতে
কারো প্রয়োজনে কখনও হেঁটেছো
হেঁটেছো গভীর রাতে ।
হেঁটেছো অনেক দুর্গম পথ
হেঁটেছো অনেক দূর
হেঁটেছো অনেক জীবনের পথ
হেঁটেছো ভর দুপুর ।
কখনো হেঁটেছো সবার সাথেতে
কখনো নিজের মনে
ব্যথায় ব্যথায় যন্ত্রনাময়
আজ তুমি গৃহকোণে ।
বয়সের ভারে রোগের কারণে
আজ তুমি দুর্বল
অনেক হেঁটেছো আর হাঁটবেনা
তুমি পদযুগল ।