আবেগে জড়িত দুটি আঁখি
বারে বারে ফিরে ফিরে চায়
কারে খোঁজে জনসমুদ্র মাঝে ,
সাড়া দিতে সে আঁখিতে
মিলাইতে আঁখি পরে আঁখি
কার আঁখি মরে শঙ্কা লাজে।
যদি ছুঁয়ে ছুঁয়ে যায়
আঁখি পরে আঁখি
মেলে সাড়া হৃদয়ে হৃদয়ে ,
পরশ করিয়া যায়
অন্তরের অন্তঃস্থলবধি
পলকে হরষে ওঠে শিহরণ ছায়ে।
নামাও নামাও ধীরে আঁখি
নত করো তীক্ষ্ণ দৃষ্টিধার
কথা কও বলো ভালোবাসি ,
কঠিন নীরব শান্ত নয়নের ভাষা
ফিরায় যে দূর হতে দূরে
তবুও তো আসে কাছাকাছি ।
মূক হয়ে যাক সব কথা
মুখরিত হোক তবে আঁখি
বলে যাক অন্তরের ভাষা ,
আঁখিতে মিলায় তবে আঁখি
অন্তরের আয়না খানি ধরি
নীরবে জাগুক ভালোবাসা ।