কুয়াশার ওই আঁচল ঢাকা
পাহাড় রানী হে উর্বশী ,
দিনে রাতে সাজায় তোমায়
উজল ধারায় তপন - শশী ।
আপন রূপে মোহিত তুমি
শান্ত - শীতল স্তব্ধতা তাই ,
তোমায় ঘিরি বিরাজ করে
তোমার রূপের তুলনা নাই ।
ধোঁয়ায় গড়া ওড়না খালি
ওড়ে তোমার অঙ্গ জুড়ে ,
মৌন হয়ে আপন গরব
ছড়াও তুমি নীরব সুরে ।
মোহিত আমি তোমার রূপে
হৃদয় আমার যায় যে ভরি,
মেনকা কি উর্বশী তা
বুঝতে নারি হে মুসৌরী ।