আজি এই উৎসবে ওরে তোরা কারা ?
অন্নহীন, বস্ত্রহীন দুই চক্ষে ধারা ।
বিষাদ মলিন ছায়া অশুভ মূর্তির ,
যেন মূর্ত অমঙ্গল পূজা আরতির ।
বাহিরে আনন্দধ্বনি বুকে হাহাকার এমন মলিন মূর্তি সহে না আমার ।
আজি এই উৎসবের দিনে
কেন এত বিষাদ বেদনা !
আজি এই উৎসবের দিনে
না ফিরিলে ঈশ্বরের চেতনা !
আমি কেন হবো তাহে দায়ী,
বন্ধ যদি করি ওর আনন্দের দ্বার
বাহিরে দাঁড়ায়ে ওই যারা নতমুখ
আমি তো জননী নয় ওদের সবার ।
জগৎ জননী যিনি
তাঁর যদি নাইকো করুণা ,
আজি এই উৎসবের দিনে
আমি কেন তাহে ফিরাবনা।।