ছোট্ট আমার ছায়াটাকে সঙ্গে নিয়ে বেড়াই,
দিনে রাতে এখান সেখান যখন যেথা যাই।
সামনে কখন, কখন পাশে,
পিছন পিছন যখন আসে
হঠাৎ সে হয় লম্বা কিম্বা
বলের মতো গোল।
যখন উঠি বিছানাতে
লাফিয়ে ওঠে আমার আগে,
ঘুমিয়ে যখন পড়ি আমি
ঘুমায় আমার সাথে।
সেই তো আমি, আমিই তো সেই
সারাক্ষণ দুইজনেতে শিশুর মত রই।
পাইনা বুঝে যখন তাকে,
সে যে আমার কাছেই থাকে,
আমার থেকে যায় না দূরে
নেয়না কভু মুখ ঘুরিয়ে,
সুখে-দুখে আমার ছায়া
আমার সাথেই বাঁচে।