"ভারত - ছাড়ো" আন্দোলন
ডেকে ছিলেন "গান্ধীজী"।
ভারত ছেড়ে গেছে ইংরেজ
যায়নি তাদের ইংরেজী ।
বাংলায় থাক যতই মধু
ইংরেজিতে ফলের শাঁস ।
থাকলে বেঁচে মহাত্মাজী
বলতেন যা শোনাই আজ।
"ওঠো জাগো ভারতবাসী
আবার ডাকো আন্দোলন
ক্ষয়ে ক্ষয়ে মরছো কেন ?
মরণ যখন করেছ পণ।
রক্ত আজও দিচ্ছ যখন
এদের না হয় ওদের হয়ে
স্বাধীন দেশে ভারতবাসী
বাঁচছো কেন ক্ষয়ে ক্ষয়ে!
ওদের হাতের পুতুল হয়ে
মাতছো কেন ওদের খেলায় ?
মরছো কেন ফুটপাথেতে
অন্ধকারে রাতের বেলায়?
রক্ত যখন দিচ্ছ আজও
বাঁচছো কেন অসম্মানে ?
স্বাধীন দেশের মানুষ হয়ে
এ কথা কি নেই কো মনে ?
লড়াই কর বাঁচার লড়াই
নয়তো শুধু রাখতে প্রাণ
স্বাধীনতার অর্থটা যে
বাঁচার সাথে সসম্মান"।
লেখাটির সময় কাল : 1997 ( 50 বছর উপলক্ষে )।