রবি ঠাকুর ,
আমি তোমার 'সেই সাধারণ মেয়ে'
অন্তঃপুরের মেয়ে আমি, চিনবে না আমাকে ।
আমি জাতিস্মর নই , তবু মনে হয়
তোমার কাহিনী কবিতা সবই আমার হৃদয়ের কথা ।
আমি ছিলাম ,আমি আছি তোমার কবিতার মধ্যে ।
তুমি রয়েছো আমার হৃদয় জুড়ে
গীতাঞ্জলি আর গীতবিতান,
আমার সঞ্চয়ের সঞ্চয়িতা হয়ে।