খেলতে হোলি এসেছিলাম কুঞ্জবনে তে, কানু দেখি রাধার সাথে হোলি খেলছে যে।
ফিরে এলাম চোখের জলে
কানু তোমায় দেখে ,
উঠল ফুটে জলছবিটা
মনেতে রঙ মেখে ।
হোলির রঙে রাঙিয়ে দিলাম
আবির দিলাম পায়,
সাজিয়ে তোমায় বসিয়ে দিলাম
মনের এ দোলনায় ।
কানু তোমার রাধারাণী
করুক খোঁজাখুঁজি ,
লুকিয়ে তোমায় রাখব আমি
ভক্তি দিয়ে পুজি ।
ভালোবাসা দিলাম তোমায়
ওগো ঘন শ্যাম,
রঙের খেলায় রাঙিয়ে তোমায়
করাবো আজ স্নান।
ডাকবো তোমায় শত নামে
কৃষ্ণ নামের বোল ,
পূর্ণিমাতে চাঁদ উঠেছে
লাগলো মনে দোল ।
মনের রঙে খেলবো হলি
মনেই তুমি বাঁধা ,
তুমি আমার কেষ্ট ঠাকুর
আমিই তোমার রাধা ।