আধুনিক কবিতা তুমি ,
নির্লজ্জ অহংকারীর ,
বিকৃত রুচির শিকার ।
রোগের মতন কঠিন তোমার শব্দোচ্চারণ ।
শোকের মতন ভাষাহীন শব্দসমস্টি ।
যষ্টি হারা, অন্ধের মত হোঁচট খাওয়া গতি ।
ত্রাসের মতো বিকট ভঙ্গিমা ।
সুর,ছন্দ , ভাবহীন - ভাষার কালিমা ।
তবু নিশ্চিত -
তুমি , অনায়াস লব্ধা ।
শব্দের আভরণে সজ্জিতা নিরাবরণা ।
আধুনিক কবিতা তোমার নেই কো তুলনা ।