রক্ত দিলে রক্তের হয় না কোন ক্ষয়

রক্তের সাথে গড়ে উঠবে রক্তের বিনিময়।

রক্ত দানে এগিয়ে আসবো  আমরা

রক্ত দিয়েই মানুষের মাঝে ভালবাসা গড়বো মোরা ।

রক্ত দানে যদি থাকে মোদের ভয় ও জড়তা

রক্ত দিলেই কেটে যাবে সকল ব্যর্থতা ।

সুস্থ হলেই এগিয়ে আসবো রক্তদানে

একদিন স্বাক্ষী হবে মানবতার কল্যাণে ‌।

বন্ধু বান্ধব পাড়াপ্রতিবেশী আপন বা পর

রক্তদান করে মোরা করবো মানবতার জয়।

রক্তহীনতায় ঝড়ে চলে যেতে দিবো না আর

রক্ত দান করে সূচিত হোক মানবতার জয়।

বীরের ন্যায়ে করবো মোরা রক্ত দান

রক্ত দিয়েই বেঁচে তুলবো সুন্দর একটি প্রাণ