উৎস্বর্গ : কবি কবীর হুমায়ুন ভাই কে
বকুল ফেরে না
বসন্তে ডাকে কোকিল
উদাস দুপুর বেলা।
বকুল ফোটে শিমুল ফোটে
ভরে অাঙ্গিনা।
মন বাগানে অাগুন জ্বলে
বকুল ফেরে না।
একটা নদী
একটা নদী শুকিয়ে যায়
একটা নদী ভরে
একটা নদী পার ভেঙ্গ যায়
একটা নদী মরে।
নদীর মতোই একটা মানুষ
জীবন দিয়ে জীবন গড়ে।