অনেক দিন কথা হয় না বন্ধু আশরাফুলের সাথে
আজ ফোন দিলাম,কুশল জানবার জন্য নয়
বন্ধুদের দুপুরে খাওয়াবো বলে,দেখা সাক্ষাতও হবে
সুযোগতো সব সময় হয় না,তাই হাত ছাড়া করতে চাই না।
তবু কুশল জানতে চাওয়া ভদ্রতা বলে জিঙ্গেস করলাম
কেমন অাছিস? জড়তামাখা কন্ঠে উত্তর দেয় আশরাফুল-
"এইতো বেশ। ঘরে অশান্তি বারে অশান্তি,
কেমন করি চলি বল।অায় করি পাছ ট্যাকা খরচ করতে হয় সাত ট্যাকা।"
বললাম-এতো এখন আমাদের জীবনে সয়ে গেছে,
যাই হোক বল শরীর স্বাস্থ্য কেমন? কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা
ভেঙ্গে তরঙ্গে তরঙ্গে ভেসে আসে-
"সত্যি কতা কী,শরীলডা ভালো, স্বাস্থ্যডাও ভালো-
মনডাত খালি সুখ নাই।"
বন্ধু আমার ক্লাসের তুখোর ছাত্র, সংসারে সে ক্লান্ত।
ওর উত্তরে আমার শরীরের রক্তস্রোতে একটা তরঙ্গ অনুভব করলাম।
ওকে বললাম আসিস কিন্তু।
ও বলল আচ্ছা।
ওর সাথে কথা শেষ হলো ঠিকই,
কিন্তু আমার মন ও মস্তিষ্কে একটাই বাক্যের বাজনা বাজতে থাকে
"শরীলডা ভালো,স্বাস্থ্যডাও ভালো
মনডাত খালি সুখ নাই।"