শীতের শিশির চেয়েছিল ভেজাতে ঘাসের হৃদয়
উৎখননের উম্মোচন থেকে
আকীর্ণ করে অাছে তাই ঘাসের শরীর
বেলা বেড়েছে সময়ের সাথে সাথে।
আজন্মের ইচ্ছে কিছুটা বাষ্পীভূত
আর কিছুটা যেখানে ঝরে পড়বার
সেখানে সেই মাটির বুকেই ঝরে পড়ে।
এ জন্মের বাসনা আর হলোনা পুরন।
জন্মান্তরে সে ফুল হতে চেয়েছে,নৈবেদ্য গ্রহণ-
করুক আর না-ই করুক
ঘাসের পৃথিবীতে সে দিয়ে যাবে কিছুটা সুবাস।
আমি বলেছি সুন্দরের পুজারী তুমি
হাজার বার জন্মগ্রহণ করলেও
বার বার প্রেমেই পড়বে।