হেমন্তের হাসি


আমাদের ইনবক্সে হেমন্ত পাঠায় চিঠি
বলে সবুজ শস্যের বুকে আজ
প্রসব বেদনা।
যে ফুটিয়েছে ভোরের আলো এমন হেমন্ত
বেলা,বলি তার পা পুন্য স্নাত
শিশির জলে।
এমন পেলব প্রকৃতি বিলাবে উজার করে
শস্য দানা
আনমনা ভেঙ্গে আবার হাসবে কৃষক সেনা।
ঘামের দামে যারা কেনে
রাজ্যের রিযেক, রাজত্বে নয় তারা হেমন্তে
হাসে।
রাজত্বে হাসে তারা,
ভোগে ও বিলাশে-
যারা আত্বহারা।
তবুও হেমন্ত এসেছে বলেছে সম্ভাবনার কথা।







আমিও ঝরে যেতে চাই


আমিও জীবনানন্দের মত ঝরে যেতে চাই
এই হেমন্তে,
অামাকে খুঁজে নিও লক্ষ্মীপেঁচার জলজলে
দৃষ্টির ভিতরে।


ঋতু কন্যা


ফালি ফালি চাঁদে জোছনা ঢালিছে
এমন ধূসর আকাশ
এরই ফাঁকে এসে
হেমন্ত আমায় দিয়েছে প্রাণ
শুনায় নির্জনতার গান।


  ২২-১০-২০১৬