দিনে দিনে মাসে মাসে
বছর গুলো কেটেতো গেল বেশ
মনে পড়ে অথবা মনে পড়ে না
কে আর এমন জীবনে রাখে খবর
কতটুকু আর মন থাকে, মনে -
করবার মত,মকমলে ঢেকে রাখা তাই
কখনো করি নি খেয়াল
কেমন মলিন হয়ে পড়ে আছে জীবনের
কোণে।
কিন্তু কে সরিয়ে দিল এই মলিন মকমল
কেমন স্পষ্ট হয়ে উঠেছে ফসিলের মত।
আজ ভোরের বাতায়ন জুরে শুধু
তোমাকেই দেখি।
এই খানে দিন মাস বছরে
আমকে বেঁধেছে আমার যৌবন
কি করে তোমাকে ভুলি
হে আমার সবুজ শ্যামল
হৃদয় খন্ড জমিন।  তোমাকে ছাড়া তবু
আমার দিন রাত্রি যাপন
থেমে থাকে না সময়ের কাটা।
এই ভাবে ভোরের পৃথিবী হাহাকার করে
রাত্রির ক্লান্ত বিছানায় ডেকে আনবে
মলিন মকমল,হুহু শব্দে
ভরে যাবে চোখের নদী,অপ্রাপ্ত প্রাপ্তির
বেদনায় আমি শুধু তোমাকেই খুঁজব।
মলিন মকমল সরিয়ে দেখব ফসিলের
মত কেমন ধূসর হয়ে পড়ে আছ তুমি!