যখন আমি তোমার মধ্যেই
তোমাকে আবিস্কার
করার নেশায় মত্ত
সে অবিধ আজো, আজো খুঁজি
আমি তোমার রহস্য ।
প্রণয়ের প্রথম মানবী থেকে
ইউসুফ-জুলেখা ,শিরি-ফরহাদ
লাইলী-মজনু ,রাধা-কৃষ্ণ
প্রেম উপাখ্যান
বিশ্লেষণ করে চলছি
আপন মস্তিষ্কের উর্বর ভূখন্ডে
কোথায় তোমার রহস্যের সিংহ দরজা
হে নারী !
নারী,তোমার দেহের প্রতিটি ভাজে
সুনিপুন হস্তে সৃষ্ট যে কারুকার্য
তা আমার দৃষ্টির দুয়ারে সৃষ্টি করে
এক ঐন্দ্রজালিক পদ্য।