যে শিশুটি তোমাকে মা বলে ডাকে
সে আমাকে
বাবা বলে ডাকার কথা ছিল,কিন্তু
বিকল্প ঔরসে
নির্মিত প্রাচীরের প্রাচুর্য ভাগ করে-
দিল পথ, "তোমার"এবং" আমার",
এই-
শব্দ দুটি আমরা শিখে নিলাম।
এখন তোমার সাথে কথা হলে
আমি জিজ্ঞেস করি,
মা- মনি কেমন আছে, মা- মনিটা
খুব লক্ষী হয়েছে তাই না,তোমার
শরীর- সাস্থ্য কেমন, মা- মনিটাকে-
কি স্কুলে দিয়েছো?
তোমার যথার্থ উত্তর পাই আমি।আর মন-
আমার ভরে যায় অধরা সুখে।
তখন ফিরে আসি তোমার বার্তা বক্সে
কেউ জানবেনা
আমি আর অন্তর্যামী শুধু,
অক্ষরে অক্ষরে মুছে ফেলি প্রেম।
থাকে শুধু অধরা সুখ,হয়ে উন্মুখ।
জীবন শরীর সর্বস্ব নয়
এভাবেই ভালোবাসা চিরজীবী হয়।