মেডিকেল গেটের সামনে দাঁড়িয়ে
আমার হাতে একটা চটি বই
তোমার চিনতে অসুবিধা হলো না আমায়
কী অদ্ভুত দর্শন - চেনা নেই,জানা নেই
তবুও প্রযুক্তি দিল পরিচয় তোমার আমার।
সি এন জি চালিত গাড়ি
সাঁই সাঁই ছুটে যায় সাতমাথা রোডে
শ্যাম্পু করা তোমার চুলগুলো
বাতাসের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত
ওগুলো আচড়ে পড়ছে আমার মুখের উপর
আমার বুকের উপর।
তোমার অস্তিত্বে আমার অস্তিত্ব
আমার অস্তিত্বে তোমার,
বিদ্যুত পুলক শিহরণ
কাঁপছে আমার সপ্তগিরি।
সারা দিনমান কেটে যায়,শেষে-
প্যালেস মিউজিয়ামের বেদিতে সন্ধ্যা নামে
আর আমাদের খুনসুটি ভেসে যায়
বগুড়ার বাতাসে।