বুকের মধ্যে এরকম যাতনা অনুভব করিনি কখনো
পেরিয়ে গেছে ত্রিশটি বছর ।বেডরুম- গেস্টরুম-
এমন কি জালিয়ে দিয়েছি কিচেনেরও এনার্জি বাল্ব
পুরো বাসাতেই বিরাজ করছে অালোর কৃত্রিমতা
তবু অামি দেখেছি দুচোখে অন্ধকার। প্রিয়তমা অামার
বি.এস.এম.এম.ইউ কার্ডিয়াক এমারজেন্সী ইউনিটের
তিন নম্বর বেডে শুয়ে মনে হয়েছিল মৃত্যুর কত দাম-
শুধুমাত্র নিঃশ্বাসের খেলা।যে সূর্য উঠবে বলে কোন
বিশ্বাসই ছিল না অামার ,ধীকে ধীকে সে সূর্য উঠেছে।
মহাশক্তির কাছে কৃতঙ্গতা।
নরকের মতো রাত পেরিয়ে প্রিয়তমা
অারবার তোমার কাছেই ফেরা!