সব কিছু বাঁক নিয়ে ফেলছে
ভালোবাসা  হারিয়ে এক ধরনের
ভালোবাসার আবিরে উদযাপন
করছি ভালোবাসা দিবস।
তোমাকে যা কিছু বলেছি চিঠিতে
চিঠির প্রত্যেকটি শব্দ,গলা জড়িয়ে
আসা আবেগ, প্রেমের মতো সত্য
প্রকাশের আবেদন এবং সেই রাত্রির -
নিস্তব্ধতা,
রুপার মতো চকচক করছে
চোখের ভাসানে।
তোমার মতো বাঁক নিয়ে ফেলছে
স্বার্থপরের  মতো সময়,স্রোতের
বুকে মাথা রেখে কেন দাবি কর
স্বতী-সাবিত্রী ।
শরীরের কথা জানিনা মনে তো
বসত করে হাজার পৃথিবী।
এ সত্য এই তথ্য-প্রযুক্তির যুগে
কী করে আটকাবে বল?
আটপৌরে ভালোবাসা আমার
ভেঙ্গেছি রবীন্দ্র যুগ,সাধুতে নয়
করেছি সর্বনামের শুদ্ধ ব্যবহার
ক্রিয়ায় করিনি বিকৃতি
সহজ করে বলেছি
ভালোবাসি তোমায় ।
চিঠি নয় ,গলা জড়ানো আবেগ নয়
এক ক্লিক এ জানিয়ে দিতে পারি
গোলাপের গোপন রহস্য।
গোলাপ সহজ লভ্য তুমি
সহজ সাধ্য নও।
আধুনিক শব্দটাকে আর কত বার ভাঙ্গব
বল?
যে নামেই ডাকি না কেন
বৃত্তের বাইরে কী করে যাই?
কেন্দ্রবিন্দুতেই আটকা পড়ে যায়
শব্দ সম্ভার।
বসন্তে ওড়ে কবির মণ
যদি না থাকে কোকিলের গান
অথবা পুস্পের প্রস্ফুটন
রহস্য  করো না তখন
আধুনিক শব্দটাকে ভাঙ্গে ভাঙ্গতে
রচিত কবিতা আমার,
আমাকে কর গ্রহণ
এই বিবর্তনকে ভালোবাসি বলে
ভালোবাসি চর্যাপদ
ভালোবাসি শ্রীকৃষ্ণকীর্তন।