জেনে রেখো,
আমি তোমার ভালবাসার করুনার পাত্র হতে চাই না।
হৃদয়ে প্রেমের প্রস্ফুটিত ফুল
নীল কষ্টের পাহাড় গড়ে
ঝর্ণাধারা বয় আঁকি জলে।
অক্ষিগোলক এর নীলমণি রন্ধ্র
তোমায় ভেবে হয়ে যায় বন্ধ।
তবুও তোমার ভালবাসার করুনার পাত্র হব না!
তোমার ভালবাসার মানুষের কথা রাখতে,
নিজেকে করতে চাও আমায় দান!
তাতে হবে বুঝি তোমার ভালবাসার প্রমান?
তোমার দূঃখ কি হবে আমার সমান?
তোমার ভালবাসার করুনার পাত্র হব না!
তোমার প্রেমিকের একটি কথার ফলন,
ভিক্ষার দান তোমার অগ্নিকণা মন।
আমার কাছে রাখবে আর কতক্ষন।
আমায় ভালবেসে করনি তো আত্নসমর্পন!
আমি তোমার ভালবাসার করুনার পাত্র হব না!
জানি না তোমার কত দুঃখে,,,,,,
আঁখি-কাজল ভিজে আঁখির জলে।
তোমার ভালবাসা তুমি পাবে ফিরে
খানিক পরে যাবে আমায় ভুলে!
আমি তোমার ভালবাসার করুনার পাত্র হতে চাই না।