আমি মিছে মোহে আবিষ্ট,
বধ্য পড়িসরে রিক্ত,রয়েছি পড়ি।
বৃথায় কিসের বন্দনা করি।
আমি নিয়তিবাদ মানি না।
সূর্যের উজ্জল দীপ্তে শুকায় না
ক্লান্তিহীন চোখের জল।
স্পষ্ট থেকে স্পষ্ট হয়েছে
আজ তোমার সমস্ত ছল।
নীল হিমাদ্রীর সুপ্ত অনল
যেন পোড়ছে আমায় অনর্গল।
তবুও আমি মানি না
শেষ হয়নি মনের বল।
মায়ার নিদারুন দাবদাহে দগ্ধ
আমি পৃথিবীর নিয়ম মানি না।
সমস্ত অনল আজ তুমি দাও নিভিয়ে
না-হয়,বুকের দহনে বিশ্ব দিবো পোড়ে।