জিবনের পথ যেন বড় আঁকাবাঁকা!
তেইশ বছর বয়সে হয়েছি একা।
জানি না এই জীবন আছে কত বাকী?
একে একে সবায় দিলো আমায় ফাকি।
মমির মত শান্ত আমার দুই চোখে,
অশ্রু ঝরেছে প্রিয়জন হারানো শোকে।
তবুও কাদে নিয়ে হেটেছি বিলক্ষন!
কাতর কন্ঠে গেয়েছি বিদায়ের গান।
আমি শান্ত বিকালে হাটবো একা একা।
মনে নিয়ে সব স্তৃতির অদৃশ্য রেখা।
দূর বহুদূর দেখবে অশ্রু নয়ন,
আকাশের দিগন্তে সবুজের মিলন।
জীবন সন্ধ্যা আমার আসবে ঘনিয়ে।
জনমের তরে আমিও যাব হারিয়ে।