তোমার ঐ বাকা দাতের হাসি
আমি বড় বেশিই ভালবাসি,
ভালবাসি তোমারই হাসির ধ্বনি।
*
হাসির ঐ ধ্বনি শুনে
হৃদয় জাগে ক্ষনে ক্ষনে
চেয়ে থাকি তৃষিত নয়নে
তোমারই হাসি মুখপানে।
*
রাখতে পারিনি তোমার বাণী
তাতে তুমি নও অভিমানী
হাসতে হাসতে ভাঙ্গ তুমি
ভাঙ্গাও মোর মান
তোমার ঐ হাসি দেখে জুড়ায় প্রান।
*
ফের, আবার শুনি
তোমার ঐ হাসির ধ্বনি
ইচ্ছে করে তাকিয়ে থাকি
অযুত লক্ষ চোখে দেখি
তোমারই হাসি মুখখানি।